Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইয়াবাসহ গ্রেফতার সাবেক ক্রিকেটারের জামিন নাকচ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২২ ১৫:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: ৩৩ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার কক্সবাজার জেলার সাবেক ক্রিকেটার এরশাদুল হককের জামিনের আবেদন না মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরার আদালত জামিনের আবেদন নাকচ করেন।

এদিন আসামি পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষে এর বিরোধীতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আসামির জামিনের আবেদন না মঞ্জুর করেন।

গত ২৬ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে জামিন শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।

গত ২৫ অক্টোবর রাজধানীর উত্তরা থেকে এরশাদুল হককে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)।

বিজ্ঞাপন

জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরশাদুল জানিয়েছে, পাইকারি দরে ইয়াবা কিনতে এরশাদুল মিয়ানমারে থাকা ডিলারদের সাথে সরাসরি যোগাযোগ করতেন এবং নৌপথে রোহিঙ্গাদের দিয়ে মিয়ানমার ইয়াবা চালান সংগ্রহ করতেন। আগেও এরশাদুল অনেকগুলো বড় চালান ঢাকার পাইকারি ইয়াবা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

সারাবাংলা/এআই/ইআ

ইয়াবাসহ গ্রেফতার জামিন নাকচ সাবেক ক্রিকেটার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর