Monday 21 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তথ্যের নতুন সচিব জাকিয়া, শিল্প মন্ত্রণালয়ে হুমায়ুন কবীর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২২ ০৮:৫০ | আপডেট: ২৮ অক্টোবর ২০২২ ১৫:০৯

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আর শিল্প মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হুমায়ুন কবীর খন্দকারকে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) এ সংক্রান্ত আলাদা আলাদা প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে পদোন্নতি দিয়ে জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলমকে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব করা হয়েছে।

বিজ্ঞাপন

আরেকটি পৃথক প্রজ্ঞাপনে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আনিছুর রহমানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাকে রাজউকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া সিনিয়র সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দীন চৌধুরীকেও পদোন্নতি দেওয়া হয়েছে।

সারাবাংলা/জেআর/এমও

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নতুন সচিব শিল্প মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর