Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টুইটারের মালিক হলেন ইলন মাস্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৮ অক্টোবর ২০২২ ১৫:০০

‘মাইক্রো ব্লগিং সাইট’ টুইটার কিনে নিয়েছেন বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি ইলন মাস্ক। টুইটারের নিয়ন্ত্রণ নেওয়ার প্রথম দিনই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী পরাগ আগরওয়াল এবং প্রধান আর্থিক কর্মকর্তা নেদ সেগালকে ছাটাই করেছেন তিনি।

তবে টুইটার এখনও এসব তথ্য নিশ্চিত করেনি। প্রতিষ্ঠানটির সূত্রের বরাত দিয়ে দুই কর্মকর্তার ছাটাইয়ের খবর প্রচার করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

বিবিসির খবরে বলা হয়েছে, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটারের মালিকানা পেয়েছেন ইলন মাস্ক। তবে টুইটারের তরফ থেকে এখনও এই মালিকানা পরিবর্তনের খবর নিশ্চিত করা হয়নি। প্রতিষ্ঠানটির জন্মলগ্নে বিনিয়োগকারী একটি প্রতিষ্ঠান বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে, ইলন মাস্ক টুইটারে এক টুইটে বলেন, ‘পাখি এখন মুক্ত।’ উল্লেখ্য, টুইটারের লোগো একটি নীল পাখি যুক্ত।

এ বছরের এপ্রিল প্রথম টুইটার ক্রয়ের ঘোষণা দিয়েছিলেন টেসলা ও স্পেসএক্সের মালিক ইলন মাস্ক। এর পর নানা নাটকীয়তায় টুইটার কেনার প্রক্রিয়া থেকে অনেকটা সরে যান ইলন মাস্ক। যদিও শেষ পর্যন্ত ৪৪ বিলিয়ন ডলার খরচ করে টুইটার কিনতে হয়েছে তাকে।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর