Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামীকাল বসবে সংসদ অধিবেশন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২২ ১৪:১৮

ঢাকা: একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন বসবে আগামীকাল রোববার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায়। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। এদিন বিকাল ৩টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা নির্ধারণ করা হবে।

সংসদ সচিবালয় থেকে জানা গেছে, এই অধিবেশনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পাস হতে পারে। বিলগুলো হচ্ছে, পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস বিল-২০২২, বৈষম্য বিরোধী বিল-২০২২, গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলি) বিল-২০২২, বাংলাদেশ গ্যাস, তেল ও খনিজ সম্পদ করপোরেশন বিল-২০২২, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (সংশোধন) বিল-২০২২, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারক (ছুটি, পেনশন ও বিশেষাধিকার) বিল-২০২২, আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ বিল-২০২২, সরকারি চাকরি (সংশোধন) বিল- ২০২২, সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল-২০২২, এভিডেন্স (সংশোধন) বিল-২০২২, যাকাত তহবিল ব্যবস্থাপনা বিল- ২০২২, চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল-২০২২, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল-২০২২, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক কল্যাণ ট্রাস্ট বিল-২০২২, উন্নয়ন বোর্ড আইনসমূহ (রহিতকরণ) বিল-২০২২, বাংলাদেশ শিল্প নকশা বিল-২০২২, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিল-২০২২।

বিজ্ঞাপন

এর আগে গত ১ সেপ্টেম্বর সংসদের ১৯তম অধিবেশন শেষ হয়।

সারাবাংলা/এএইচএইচ/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর