‘প্রকৃত ঋণ খেলাপিদের জন্য এক্সিট ওয়ে বের করতে হবে’
২৯ অক্টোবর ২০২২ ১৬:৫৮
ঢাকা: প্রকৃত ঋণ খেলাপীদের জন্য এক্সিট ওয়ে বের করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
শনিবার (২৯ অক্টোবর) ‘ভিশন ২০৪১ অর্জনে পিপিপির ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালমান এফ রহমান বলেন, ‘খেলাপি ঋণ দেশের বড় সমস্যা। এই সমস্যা ভারত ও চীনসহ বিশ্বের সব দেশেই রয়েছে। আমাদের দেশে যারা জেনুইন ঋণ খেলাপি (প্রকৃত ঋণ খেলাপি অর্থাৎ ইচ্ছেকৃতভাবে খেলাপি নয়) তাদের জন্য এক্সিট ওয়ে (খেলাপি থেকে বের হওয়ার পন্থা) বের করতে হবে। এটা উদ্যোক্তাদের বের করে আনতে, প্রয়োজনে আইন সংশোধন করতে হবে। কর জিডিপি রেশিও বাড়াতে হবে।’
বৈশ্বিক চলমান সংকট মোকাবিলায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। তিনি বলেন, ‘পিপিপিই ভবিষ্যৎ, আমাদের এই পথে যেতে হবে। এ জন্য পিপিপির লাইন মিনিষ্ট্রি গুলোকে গুরুত্ব দিতে হবে।’
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত সেমিনারে ওই সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পিপিপি কর্তৃপক্ষের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি জসীম উদ্দীন।
সারাবাংলা/ইএইচটি/ইআ