Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্টার্টআপ পলিসি প্রণয়নের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২২ ১৯:৫৯

ঢাকা: দেশের স্টার্টআপ উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রাপ্তি সহজীকরণ, প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও যুগোপযোগীকরণ, দক্ষ মানবসম্পদ উন্নয়নে শিক্ষা ও শিল্প খাতের সমন্বয় বৃদ্ধি, ইনোভেশন কার্যক্রম সম্প্রসারণ এবং সর্বোপরি ‘স্টার্টআপ পলিসি’ প্রণয়নের আহ্বান জানিয়েছেন বক্তারা।

শনিবার (২৯ অক্টোবর) রাজধানীর ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) কার্যালয়ে সংগঠনটি আয়োজিত ‘সিএমএসএমই স্টার্টআপদের সফলতার পথে প্রতিবন্ধকতা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এ সময় তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. শেখ শামসুদ্দিন আলম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ডিসিসিআই সভাপতি রিজওয়ান রহমান বলেন, ‘স্টার্টআপ কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তারাই (সিএমএসএমই) আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি, দেশের জিডিপিতে এখাতের অবদান ৩০ শতাংশ ও কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশ মানুষ এ খাতের সঙ্গে জড়িত। বর্তমানে আমাদের স্টার্টআপের সংখ্যা প্রায় ১২০০ ও প্রতিবছর প্রায় ২০০ স্টার্টআপ এ খাতের সঙ্গে যুক্ত হচ্ছে।’

তিনি বলেন, ‘তথ্য-প্রযুক্তির বর্তমান সময়ে এ খাতের প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও দক্ষ মানবসম্পদ ও আধুনিক যন্ত্রপাতির অভাব, দূর্বল সাপ্লাইচেইন অবকাঠমো, ইনোভেটিভ চিন্তা-চেতনা এবং আর্থিক সহায়তার অনিশ্চিয়তার কারণে আমারা এ খাতে থেকে কাঙ্খিত সাফল্য প্রাপ্তিতে বঞ্চিত হচ্ছি।’

তথ্য ও প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম বলেন, ‘১৭টি স্টার্টআপ প্রতিষ্ঠানকে সরকারের ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’-এর পক্ষ থেকে প্রণোদনা সহায়তা দেওয়া হয়েছে ও এটুআই (ইন্সপায়ার টু ইনোভেশন) প্রকল্পের ‘চ্যালেঞ্জ ফান্ড’-এর মাধ্যমে যেসব স্টার্টআপ উদ্যোক্তাবৃন্দ কার্যক্রম পরিচালনায় নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন, তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন

সরকার প্রতিটি জেলায় ‘শেখ কামাল আইটি অ্যান্ড ইনোভেশন সেন্টার’ স্থাপনের উদ্যোগ গ্রহণে করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এর মাধ্যমে স্টার্টআপ উদ্যোক্তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। হাই-টেক পার্ক সমূহে স্টার্টআপ এবং ফ্রিলেন্সারদের জন্য বিনামূল্য অফিস ও জায়গা বরাদ্দের পাশাপশি প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে।’

তথ্য ও প্রযুক্তি সচিব আরও বলেন, ‘দেশের ফিনটেক খাতের উদ্যোক্তাদের জন্য সরকার ‘বিনিময়’ নামে পেমেন্ট গেটওয়ের জন্য একটি প্লাটফর্ম স্থাপনের কাজ চুড়ান্ত করেছে, যেটি এখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে এবং বৃদ্ধি পাবে দেশি ও বিদেশি বিনিয়োগ।’

বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আলম বলেন, ‘নতুন শিল্পনীতিতে সিএমএসএমই খাতের সংজ্ঞায়ন সুনির্দিষ্টকরণ করা হয়েছে, যেটি এখাতের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসইসি এরইমধ্যে ‘এসএমই বোর্ড’ গঠন করেছে।’

যদিও এ খাতের উদ্যোক্তাদের সেখানে প্রতিনিধিত্ব তেমন আশানুরূপ নয়, এমতাবস্থায় ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তাদের বেশি হারে ওই বোর্ডে অর্ন্তভূক্তির আহ্বান জানান তিনি।

পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ জানান, ‘২০২১ সালে বাংলাদেশে স্টার্টআপ খাতে বিনিয়োগের পরিমাণ ছিল ৪১৫ মিলিয়ন মার্কিন ডলার, যেখানে বিদেশি বিনিয়োগ ছিল ৪১২ মিলিয়ন এবং এর ফলে দেশে প্রায় এক দশমিক পাঁচ মিলিয়ন লোকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে। এ খাতের উদ্যোক্তাবৃন্দ প্রয়োজনীয় নীতি সহায়তা ও রেগুলেটরি ফ্রেমওয়ার্কের অনুপস্থিতি, আর্থিক সহায়তার ঘাটতি, দক্ষ মানবসম্পদ এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়ে থাকেন।’

স্টার্টআপ খাতের উদ্যোক্তাদের বিদ্যমান সমস্যা সমাধানে ‘স্টার্টআপ পলিসি’ প্রণয়ন শিক্ষা ও শিল্পখাতের সমন্বয় বৃদ্ধি, সরকারী সেবা ও সহযোগিতা প্রাপ্তি আরও দ্রুতকরণ এবং আর্থিক সহায়তা প্রাপ্তি নিশ্চিতকরণের ওপর জোরারোপ করেন তিনি।

চালডালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর রশিদ, ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আমব্রিন রেজা এবং বাংলাদেশ এঞ্জেলস্-এর প্রধান নির্বাহী কর্মকর্তা নির্ঝর রহমান সেমিনারের নির্ধারিত আলোচনায় অংশ নেন।

সারাবাংলা/ইএইচটি/ইআ

সিএমএসএমই স্টার্টআপ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর