Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির এমপিরা পদত্যাগ করলে কি সংসদ অচল হবে— প্রশ্ন কাদেরের

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২২ ১১:০৮

ঢাকা: জাতীয় সংসদ থেকে বিএনপি দলীয় সংসদ সদস্যরা পদত্যাগ করলেই কি আর না করলেই কি। তাতে কি সংসদ অচল হয়ে যাবে বলে প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (৩০ অক্টোবর) সকালে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে আওয়ামী লীগের জাতীয় সম্মেলন পূর্ব প্রস্তুতি সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরে বৈঠকে বসেন আওয়ামী লীগ নেতারা।

বিজ্ঞাপন

বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের হুমকি দেওয়া হচ্ছে এ বিষয়ে আওয়ামী লীগের অবস্থান কি— জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘তাদের হুমকির কি আছে। তাতে কি সংসদ অচল হয়ে যাবে? তারা কয়জন? ৭ জন। ৭ জন পদত্যাগ করলে সংসদ কি অচল হয়ে যাবে? পদত্যাগের ব্যাপারটা তাদের দলের সিদ্ধান্তের ব্যাপার। এটা আমাদের বিষয় না। ‌হারাধন গেলেও কি, না গেলেও কি, নির্বাচনের এক বছর বাকি।’

বিএনপি বলেছে নির্বাচনে যাবে না তাদের এক দাবি সরকারকে পদত্যাগ করতে হবে এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনের এখনও এক বছর বাকি। এখনও অনেক সময়। এর মধ্যে কত কিছু ঘটে যাবে। নাটকের পর নাটক। বিএনপি তো রঙ্গে রঙ্গে নাটক দেখায়। গতবারও আসবে না, আসবে না, পানি ঘোলা করে শেষ পর্যন্ত ঠিকই এসেছে। পরিস্থিতি কোথায় গিয়ে গড়ায় দেখুন। অপেক্ষা করুন। সময়ে অনেক কিছু বদলায়।’

জাতীয় সম্মেলন উপলক্ষে সম্মেলন প্রস্তুতি কমিটিসহ বিভিন্ন উপ-কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্ল্যাহ, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, ডা. দিপু মনি, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আবু সাঈদ মাহমুদ আল স্বপন, এসএম কামাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপ দফতর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় নেতারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনআর/এমও

ওবয়াদুল কাদের পদত্যাগ বিএনপির এমপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর