Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিউলে হ্যালোইন পার্টিতে পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৫৩

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২২ ১৬:১১

ঢাকা: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের একটি সরু রাস্তায় হ্যালোইন পার্টিতে পদদলিত হয়ে অন্তত ১৫৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৮২ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

সিউল পুলিশ জানিয়েছে, নিহতদের অধিকাংশের বয়সই ২০ এর মধ্যে এবং নিহতদের মধ্যে ২০ জন বিদেশি নাগরিক রয়েছেন।

মহামারি করোনার লকডাউনের পর সিউলে এটিই ছিল প্রথম কোনো পার্টি, যেখানে মুখে মাস্ক পরার কোনো বাধ্যবাধকতা ছিল না।

স্থানীয় সংবাদমাধ্যম ও উপস্থিত দর্শনার্থীদের বর্ণনা অনুসারে, রাজধানীর ইথেওন এলাকার একটি সরু রাস্তায় পার্টিতে অংশ নিতে আসা বিপুল সংখ্যক মানুষের ভীড় এক পর্যায়ে বিপজ্জনক রুপ নেয়। এ সময় মানুষ হুড়োহুড়ির মধ্যে পদদলিত হয়েই মারা যায়।

যদিও এই হতাহতের আসল কারণ এখনও নিশ্চিত করে জানানো হয়নি। তবে এ ঘটনায় এরইমধ্যে কর্তৃপক্ষ অনুসন্ধান শুরু করেছে।

বিশাল এই নিহতের ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক-ইয়োল জরুরি বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি আহতদের দ্রুত চিকিৎসাসেবা দিতে টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন। এ ছাড়া বৈঠকের পরই তিনি ঘটনার মূল কারণ অনুসন্ধানে একটি তদন্ত শুরুরও নির্দেশ দিয়েছেন।

এই ঘটনাকে ২০১৪ সালের পর দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বড় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। এর আগে ২০১৪ সালে দেশটিতে একটি ফেরি দুর্ঘটনায় ৩০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন।

সারাবাংলা/ইআ

টপ নিউজ পদদলিত হয়ে নিহত হ্যালোইন পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর