Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২২ ১৬:৩০

জয়পুরহাট: জেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূ হাছিনা হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাদেরকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে জেলা ও দায়রা জজ নূর ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন-জয়পুরহাটে ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের মৃত আ: ছালামের ছেলে দুলাল হোসেন ও তার ভাই আওলাদ হোসেন।

মামলার বিবরণে জানা গেছে, ক্ষেতলাল উপজেলার সুতরাইল গ্রামের কোরবান আলী সরদারের সঙ্গে আসামিদের জমিজমা নিয়ে বিরোধ চলছিলো। এরই জেরে ২০০৮ সালের ২ অক্টোবর দুপুরে কোরবান আলীর বড় ছেলে কোব্বাত ও ছোট ছেলে মুমিনের স্ত্রী হাছিনাকে মারধর করে আসামিরা।

পরে রাতে গৃহবধূ হাছিনা রাতের খাওয়া শেষে তার সাত বছর বয়সী ছেলেকে নিয়ে নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন। সেই রাতে আসামিরা হাছিনার শয়নকক্ষে ঢুকে হাছিনাকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় ৩ অক্টোবর গৃহবধূর শ্বশুর ক্ষেতলাল থানায় মামলা দায়ের করলে ২০০৯ সালের ২৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল হান্নান।

এ মামলার দীর্ঘ শুনানি শেষে দুইজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালত এ রায় দেন। আদালতের সরকারি কৌঁসুলি নৃপেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সালমান শাহ্‌কে হারানোর ২৮ বছর
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৪৪

সম্পর্কিত খবর