Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২২ ২০:১১

মুন্সীগঞ্জ: জেলার সিরাজদিখানে পোষা বিড়াল হত্যার বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

রোববার (৩০ অক্টোবর) বিকেলে মালখানগর ইউনিয়নের ফুরশাইল গ্রামের আকলিমা আক্তার শারমিন সিরাজদিখান থানায় অভিযোগটি দায়ের করেন। হত্যার শিকার বিড়ালটিকে লালন-পালন করতেন তার মেয়ে আছিয়া আক্তার (১৩)।

কান্নাজড়িত কণ্ঠে আছিয়া বলেন, ‘আমি সেই ছোটবেলা থেকে এই বিড়ালটাকে লালন-পালন করতাম। আজ আনুমানিক বেলা ১২টার দিকে আমার বিড়ালকে উত্তর ফুরশাইল গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী তাসলিমা ও তার মেয়ে সেলিনা ঘাড়ে কাঠ দিয়ে আঘাত করে। পরে আমি বিড়ালটিকে নিয়ে পশু হাসপাতালে যাই। কিন্তু তারা বলে আমার বিড়ালটি মারা গেছে।’

সে আরও বলে, ‘পরে আমি বিচারের আশায় মৃত বিড়ালকে নিয়ে থানায় আসি অভিযোগ করতে। সেখানে গেলে পুলিশও প্রথমে বিষয়টি নিয়ে হাসি-ঠাট্টা করে। পরে আমার আম্মুর কথায় তারা থানায় অভিযোগ নেয়। আমি আমার বিড়াল হত্যার বিচার চাই।’

এ ব্যপারে সিরাজদিখান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শবনম সুলতানা বলেন, ‘বিড়ালটি যখন আমাদের এখানে আনা হয় তখন প্রাণীটি মারা গেছে।’

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এএসআই (সহকারী উপ-পরিদর্শক) ইসলাম বলেন, ‘আমরা সেখানে গিয়েছিলাম। বিড়ালটির ময়নাতদন্তের জন্য সিরাজদিখান পশু হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তদন্ত সাপেক্ষে পদক্ষেপ নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

টপ নিউজ বিচার বিড়াল হত্যা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর