Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিরোধীদলীয় নেতা-চিফ হুইপ নিয়ে স্পিকারের সিদ্ধান্ত জানতে চায় জাপা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২২ ২০:৩৭

ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও চিফ হুইপের পদের সিদ্ধান্তের বিষয়টি নিয়ে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল।

রোববার (৩০ অক্টোবর) সংসদ অধিবেশন শেষ হওয়ার পর জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল স্পিকারের সঙ্গে দেখা করে।

দীর্ঘ ৪০ মিনিট তারা সংসদের বিরোধী দলীয় নেতা ও চিফ হুইপ পদের বিষয় নিয়ে আলোচনা করেন। স্পিকার ড. শিরিন শারমিন এ বিষয়টি যাচাই-বাছাই করে শিগগির সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বাস দেন।

এ সম্পর্কে মুজিবুল হক চুন্নু সারাবাংলাকে জানান, স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছি। আগামীকাল আমাদের বৈঠক আছে এই বৈঠকের পরে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।

সংশ্লিষ্টরা জানায়, আগামীকাল অধিবেশনে চলাকালীন পয়েন্ট অফ অর্ডারে এ বিষয়টি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা হবে। তিনি সুস্পষ্ট কোন ঘোষণা না দিলে জাতীয় পার্টি সংসদ সদস্যরা অধিবেশন থেকে ওয়াক আউট করবে।

এ সম্পর্কে মুজিবুল হক চুন্নু জানান, আগামীকাল বৈঠকের পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

সারাবাংলা/এ এইচ এইচ/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর