Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জি এম কাদেরকে বিরোধীদলীয় নেতা ঘোষণা না করলে সংসদে যাবে না জাপা

স্পেশাল করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২২ ২১:৪৩

ঢাকা: জাতীয় পার্টি সংসদ অধিবেশনে যোগ দেবে না বলে হুমকি দিয়েছে। দলটি আজ রোববার (৩০ অক্টোবর) সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এমপিকে বিরোধীদলীয় নেতা হিসেবে গেজেট প্রকাশ না করা পর্যন্ত জাতীয় পার্টির সংসদ সদস্যরা জাতীয় সংসদে যাবে না।

গোলাম মোহাম্মদ কাদেরের প্রেস সেক্রেটারি দিলওয়ার জালালী এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

বিজ্ঞাপন

এ সব বিষয়ে দলের একাধিক সংসদ সদস্য তাদের নাম গোপন রাখার শর্তে সারাবাংলাকে বলেছে, ‘আমরা এমপিরা এখন বড় বিপদে রয়েছি। জি এম কাদেরের পক্ষ না নিলে দল থেকে বহিষ্কার হতে হবে। অপরদিকে তার বিপক্ষে চলে গেলে জাতীয় পার্টির দলীয় সংসদ সদস্যদের অবস্থা কী হবে সে সংশয় রয়ে গেছে।’

অধিকাংশ এমপিদের অভিমত বেগম রওশন এরশাদ এ মুহূর্তে দেশে থাকলে আমাদের একটি ভরসা হতো।

এদিকে রওশনপন্থী নেতারা জানিয়েছে বেগম রওশন এরশাদ আগামী দুই নভেম্বর দেশে ফিরবেন।

সারাবাংলা/এএইচএইচ/একে

জাতীয় পার্টি জাতীয় সংসদ জি এম কাদের সংসদ অধিবেশন

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর