নষ্ট রাজনীতির চর্চা থেকে দেশকে রক্ষা করতে হবে: বেনজীর আহমেদ
৩০ অক্টোবর ২০২২ ২২:০২
জেদ্দা: নষ্ট রাজনীতির দুষ্ট চর্চা থেকে সাধারণ মানুষকে দেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেন পুলিশের সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ (বিপিএমবার)।
গতকাল সৌদি আরবের জেদ্দায় নাগরিক ফোরাম আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগে দেশের সব সমস্যায় দেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ড. বেনজীর।
এই ছাড়াও প্রবাসীদের বাংলাদেশের বিনির্মাণে অর্থনৈতিক উন্নয়নের নায়ক বলে উল্লেখ করেন তিনি।
জেদ্দার ফ্রন্টটেল হোটেলের আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল জেদ্দার ইংরেজি কারিকুলামের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ। শাহজাহান ও মোছা খানের যৌথ সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন শ্রম কাউন্সিলর কাজী এমদাদুল ইসলাম।
এতে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যাক্তিত্ব সাংবাদিক রুমি সাঈদ, ওয়াজীউল্লাহ মিয়া, মোহাম্মদ ইসমাইল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, মোহাম্মদ নাহিদসহ প্রমুখ। পরে নাগরিক ফোরামের পক্ষ থেকে আগত অতিথিকে সম্মননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানান প্রবাসীরা।
সারাবাংলা/একে