ঢাকা: সম্প্রতি রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে যমুনা ব্যাংক লিমিটেড এবং রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন’র মধ্যে একটি চুক্তি সই হয়েছে।
যমুনা ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম আতিকুর রহমান এবং রেডিসন ব্লু ঢাকার জেনারেল ম্যানেজার ইন-চার্জ মোহাম্মদ মাহবুবুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
এই চুক্তির আওতায় যমুনা ব্যাংকের প্লাটিনাম এবং সিগনেচার ক্রেডিট কার্ডের গ্রাহকরা হোটেল রেডিসন ব্লু ঢাকাতে অবস্থিত ওয়াটার গার্ডেন ব্রাসেরি রেস্তোরায় বুফে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে ‘বাই-ওয়ান, গেট-ওয়ান’ অফার উপভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে ব্যাংকের এবং হোটেলের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।