Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ২ অতিরিক্ত ডিআইজিকে ‘জনস্বার্থে’ অবসরে পাঠাল সরকার

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২২ ১৬:৪৫

ঢাকা: পুলিশের অতিরিক্ত ডিআইজি পদ মর্যাদার দুই কর্মকর্তাকে ‘জনস্বার্থে’ অবসর দিয়েছে সরকার। এর আগে চলতি মাসে পুলিশ সুপার (এসপি) পদ মর্যাদার তিন কর্মকর্তাকে অবসারে পাঠায় সরকার।

সোমবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুই প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।

অবসর প্রাপ্ত দুই কর্মকর্তা হলেন- ট্যুরিস্ট পু্লিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (পুলিশ) ক্যাডারের দুই কর্মকর্তাকে চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

আরও পড়ুন: ৩ এসপিকে অবসরে পাঠাল সরকার 

এর আগে গত ১৮ অক্টোবর তিন পুলিশ সুপারকে অবসরে পাঠায় সরকার। তারা হলেন- সিআইডির পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়া এবং শহিদুল্লাহ চৌধুরী। তার আগে ১৬ অক্টোবর তথ্য সচিব মকবুল হোসেনকে বাধ্যতামূলক সরকারি চাকরি থেকে অবসরে পাঠায় সরকার।

সারাবাংলা/ইউজে/ইআ

অতিরিক্ত ডিআইজি টপ নিউজ বাধ্যতামূলক অবসর


বিজ্ঞাপন
সর্বশেষ

এখনো সালমানকে মিস করেন মৌসুমী
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৩

সম্পর্কিত খবর