Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেল হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালনসহ ৩ দাবি সোহেল তাজের

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২২ ১৯:৫৪

ঢাকা: ৩ নভেম্বর জেল হত্যা দিবস রাষ্ট্রীয়ভাবে পালনসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে স্মারকলিপি দিয়েছেন তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ (সোহেল তাজ)।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এ স্মারক পৌঁছে দেওয়া হয়। স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ স্মারকলিপি গ্রহণ করেন।

বিজ্ঞাপন

সোহেল তাজের অন্য দুটি দাবি হচ্ছে— ১০ এপ্রিল বাংলাদেশ সরকার গঠনের দিনটিকে ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করা। জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধে শহীদদের ও বীর মুক্তিযোদ্ধাদের জীবনীসহ পূর্ণাঙ্গ ইতিহাস সর্বস্তরের পাঠ্যপুস্তক, সিলেবাসে অন্তর্ভুক্ত করা।

এর আগে, বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ের গোল চত্বরে জড়ো হন সোহেল তাজ ও গাজীপুরের কাপাসিয়া থেকে আসা বিভিন্নস্তরের নেতাকর্মী।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সোহেল তাজ বলেন, ‘মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ ও তুলে ধরাই নিশ্চিত করতে পারে বাংলাদেশের সুন্দর ভবিষ্যৎ- যা একটি জনগুরুত্বপূর্ণ বিষয়। আমাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন করতে সংসদে উপস্থাপনের জন্যই আমরা স্মারলিপি দিচ্ছি।’

সমাবেশ শেষ করে জাতীয় সংসদ ভবন অভিমুখে সোহেল তাজের নেতৃত্বে পদযাত্রা অনুষ্ঠিত হয়। শ’ দুয়েক লোকবল নিয়ে সোহেল তাজ দক্ষিণ প্লাজার সামনে ১২ নম্বর গেটে এলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় অনুমতি সাপেক্ষে সোহেল তাজ একাই স্পিকারের দফতরে স্মারকলিপি দিতে যান।

সারাবাংলা/এএইচএইচ/ইআ

জেল হত্যা দিবস টপ নিউজ সোহেল তাজ স্মারকলিপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর