Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেশি দামে চিনি বিক্রি, ২ দোকানিকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২২ ১৯:৫৯

মুন্সিগঞ্জ: বেশি দামে চিনি বিক্রি করার দায়ে জেলার টঙ্গীবাড়ি বাজারে দুই দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান চালান।

এ সময় এক কেজি ওজনের চিনির প্যাকেটে এমআরপি মূল্য ৯৫ টাকা লেখা থাকলেও ১১০ টাকা দরে বিক্রি করায় বাজারের বারেক স্টোরের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও একই অপরাধে শহীদ স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় ওই দোকান থেকে চিনির প্রায় ৫০টি খালি প্যাকেট উদ্ধার করা হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন। এতে সহযোগিতা করে টঙ্গীবাড়ি থানা পুলিশের টিম।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর