Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিরোধ ফেসবুকে’, যুবক খুন বাকলিয়ায়

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২২ ২০:৪২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। খুনের সঙ্গে জড়িত দু’জনকে শনাক্ত করা হলেও কী কারণে খুনের ঘটনা ঘটেছে সেটা স্পষ্ট করেনি পুলিশ।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে নগরীর বাকলিয়া থানার বলিরহাট ঘাটকূল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত রাকিবুল ইসলামের (২০) বাসা নগরীর চান্দগাঁও থানার খাজা রোডের কমিশনার গলিতে।

বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহিম সারাবাংলাকে জানান, বাকলিয়ার বলিরহাট এলাকায় হৃদয় ও সাকিব নামে দুই যুবক রাকিবুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছুরিকাঘাতে হত্যায় জড়িত দু’জনের নাম-ঠিকানা সংগ্রহ করেন। এদের মধ্যে হৃদয়ের বয়স ১৮ বছর ও সাবিক ২৬ বছর বয়সী যুবক। তাদের বাসাও নগরীর চান্দগাঁও থানা এলাকায় বলে ওসি আব্দুর রহিম জানান।

স্থানীয়রা জানান, ফেসবুকে পাল্টাপাল্টি মন্তব্যের জেরে রাকিবুলকে খুন করা হয়েছে। তবে পুলিশ এখনও বিষয়টির সত্যতা পুরোপুরি নিশ্চিত করতে পারেনি।

জানতে চাইলে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা সারাবাংলাকে বলেন, ‘ফেসবুকের একটা বিষয় শুনেছি। তদন্ত চলছে। একইসঙ্গে ঘটনায় জড়িত দু’জনকে গ্রেফতার অভিযান চলছে। তাদের পাওয়া গেলে খুনের আসল কারণ জানা যাবে।’

সারাবাংলা/আরডি/পিটিএম

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর