Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক: ওবায়দুল কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২২ ২১:৫০

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি হচ্ছে এদেশের নালিশ পার্টি। এই নালিশ পার্টি হচ্ছে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার (৩১ অক্টোবর) কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ কথা বলেন।

দুর্নীতির বরপুত্র হাওয়া ভবনের যুবরাজকে ১০ ডিসেম্বর দেশে ফিরিয়ে এনে বিএনপি নাকি ক্ষমতায় বসবে, বিএনপি নেতাদের এমন ‘অবাস্তব’ বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটি বিএনপির রঙিন খোয়াব ছাড়া আর কিছু নয়।’

১৪ দলীয় জোটের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তি ও স্বাধীনতা বিরোধীদের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রতীক শেখ হাসিনা পরাজিত হতে পারেন না।’

তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা আজ হুমকির মুখে। স্বাধীনতার সব শক্তিকে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি একত্রিত থাকলে বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

বিএনপিকে জাতীয়তাবাদী চামচা দল আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘কোন মুখে খালেদা জিয়ার মুক্তি চান মির্জা ফখরুল? তার মুক্তির জন্য গত ১৩ বছরে ১৩ মিনিটও আন্দোলন করতে দেখিনি।’

ওবায়দুল কাদের বলেন, ‘বাংলাদেশকে বাঁচাতে হলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আবার বসাতে হবে। কেননা শেখ হাসিনা হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে।’

বিএনপি ১৫ ই আগস্ট বেগম খালেদা জিয়ার ভুয়া জন্মদিন যতদিন উদযাপন করবে ততদিন বিএনপি জনগণ থেকে পিছিয়ে পড়বে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

জাসদের সভাপতি হাসানুল হক ইনুর সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টি – জেপি’র সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতারসহ জাসদের অন্যান্য নেতারা।

সারাবাংলা/এনআর/একে

আওয়ামী লীগ ওবায়দুল কাদের জাসদ

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর