Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌতুকের মামলায় ক্রিকেটার আল আমিনের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২২ ১১:৪৮

ঢাকা: যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেন।

মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকার ৮ নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালত এই আদেশ দেন।

এর আগে, গত ৫ সেপ্টেম্বর হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন আল-আমিন। পরের দিন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি মো. আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ তার আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন। আজ হাইকোর্টের দেওয়া জামিনের মেয়াদ শেষ হওয়ায় বিচারিক আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন আল-আমিন।

উল্লেখ, গত ১ সেপ্টেম্বর ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহানের লিখিত অভিযোগের ভিত্তিতে ২ সেপ্টেম্বর তা মামলা আকারে নথিভুক্ত করে মিরপুর মডেল থানা।

সারাবাংলা/এআই/এমও

ক্রিকেটার আল আমিন জামিন টপ নিউজ যৌতুকের মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর