Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মগবাজারে ট্রেনের ধাক্কায় নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২২ ১৩:০৯ | আপডেট: ১ নভেম্বর ২০২২ ১৩:১১

ঢাকা: রাজধানীর মগবাজারে ট্রেনের ধাক্কায় শামসুন্নাহার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ওয়ারলেস রেলগেটের মধ্যবর্তী স্থানে এ ঘটনাটি ঘটে।

নিহত শামসুন্নাহার হাবিবুর রহমানের স্বামী। তার গ্রামের বাড়ি জামালপুর সদরে।

কমলাপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রিয়াজ মাহমুদ জানান, ওই নারী রেললাইনের পাশে একটি বস্তিতে পরিবারের সঙ্গে থাকতেন। সকালে রেললাইন পার হওয়ার সময় যেকোনো একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থানেই মারা যান। মরদেহটি বর্তমানে পুলিশ হেফাজতে আছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

ট্রেনের ধাক্কায় মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর