বঙ্গবন্ধুর খুনিকে কানাডায় রাখা মানবাধিকার লঙ্ঘন: আইনমন্ত্রী
১ নভেম্বর ২০২২ ১৫:১৮
ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিরিবারের খুনি নূর চৌধুরীকেকে কানাডায় রাখা মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য সে দেশের আইন বিশ্লেষনের পরামর্শ দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১ নভেম্বর) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত কানাডিয়ান হাই কমিশনার লিলি নিকোলসের সঙ্গে এক বৈঠকে এ পরামর্শ দেন তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘কানাডার আইনে রয়েছে, যে দেশের মৃত্যুদণ্ড সাজা হিসেবে আছে, মৃত্যুদণ্ড পেতে পারে বা মৃত্যুদণ্ড প্রাপ্ত কোনো আসামিকে কানাডা ফেরত দেয় না।’
তিনি বলেন, ‘আমি হাই কমিশনারকে অনুরোধ করেছি তাদের সব আইনগুলো যেন একটু ভালো মতো পর্যবেক্ষণ করে দেখেন, যাতে তারা (কানাডা) নূর চৌধুরীকেকে ফিরিয়ে দেওয়ার পন্থা খুঁজে পায়।’
তিনি আরও বলেন, ‘আমি তাকে এটাও বলেছি যে বঙ্গবন্ধুর খুনিকে কানাডা রাখা মানবাধিকার লঙ্ঘন।’
উল্লেখ্য, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বিদেশে পলাতক নূর চৌধুরীকে জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবার দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ছাড়া কানাডায় পালিয়ে থাকা খুনিকে ফিরিয়ে আনতে গত কয়েক বছর ধরে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকার।
সারাবাংলা/জেআর/ইআ