চাষাঢ়ায় পোশাক শ্রমিক হত্যার ঘটনায় ২ জন গ্রেফতার
১ নভেম্বর ২০২২ ১৫:৫৩
নারায়ণগঞ্জ: শহরের চাষাঢ়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত পোশাক শ্রমিক জয়নুর রহমান জনি হত্যার ঘটনায় জড়িত দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যায় ব্যবহারিত ছুরি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। গ্রেফতারকৃতরা হলো সাগর ওরফে কুত্তা সাগর ও জয়চাঁন বিশাল। তারা দু’জনই ফতুল্লার বাসিন্দা।
পুলিশ সুপার জানান, গত ২৯ অক্টোবর ভোরে নিজ বাড়ি কুষ্টিয়া থেকে কর্মস্থল নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্প নগরীর ফেইম অ্যাপেয়ারেলস লিমিটেড আসার উদ্দেশ্যে জে এস বাসযোগে চাষাঢ়ায় নেমে রেল ক্রসিং দিয়ে ফতুল্লায় যাওয়ার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন জনি। এসময় তাকে জিম্মি করে ধারালো অস্ত্র দেখিয়ে মানিব্যাগ ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। এতে বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে ছিনতাইকারীরা।
গ্রেফতারকৃত দু’জন তালিকাভুক্ত পেশাদার ছিনতাইকারী এবং এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।
সারাবাংলা/এমও