Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রামপুরায় ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২২ ১৮:৪৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর রামপুরা ওয়াপদা রোডের বাসা থেকে নিয়াজ মোর্শেদ নাদিম (২০) নামের এক শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ’র শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে ওয়াপদা রোডের বাসার চতুর্থ তলা থেকে ঝুলন্ত অবস্থা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম জানান, সকালে ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় ওই শিক্ষার্থী ঘরে ফ্যানের সঙ্গে লুঙ্গি দিয়ে ফাঁস নিয়ে ঝুলছিল। পরে মৃতদেহ ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

ওই শিক্ষার্থী কেন গলায় ফাঁস দিয়েছে সে বিষয়ে পরিবার কিছুই বলতে পারেনি। তবে সে সবসময় চুপচাপ থাকতো। সবার সঙ্গে কথা কম বলতো বলে জানা গেছে।

নাদিমের মামা মো. সাইফুল ইসলাম জানান, নাদিম ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে বিবিএ’র শিক্ষাথী ছিলেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছোট ছিলেন। রামপুরা ওয়াপদা রোডে পরিবারের সঙ্গে থাকতো। গতকাল রাতে পরিবারের সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকাল ১০টার দিকে নাদিমের মা নাদিমকে ডাকতে যায়। অনেকক্ষণ দরজা ধাক্কালেও নাদিমের কোনো সাড়াশব্দ পাওয়া যায় না। তখন দরজা ভেঙে দেখতে পায়, নাদিম ফ্যানের সঙ্গে নিজের পরনের লুঙ্গি দিয়ে গলায় ফাঁস নিয়ে ঝুলে আছে।

তিনি জানান, পরে ৯৯৯এর মাধ্যমে থানা পুলিশকে জানানো হয়। নাদিম পড়াশুনায় ভালো ছিল। কিন্তু একটু চাপা স্বভাবের ছিল। কথা কম বলতো। কেন সে গলায় ফাঁস দিয়েছে এ বিষয়ে আমাদের কিছুই জানা নেই। তবে আমাদের কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়াই নাদিমের মৃতদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম

রামপুরা শিক্ষার্থীর আত্মহত্যা

বিজ্ঞাপন

খুলনায় ৩ যুবককে কুপিয়ে জখম
৮ এপ্রিল ২০২৫ ২৩:৫৪

আরো

সম্পর্কিত খবর