Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৮ মাসের মধ্যে অক্টোবরে সর্বনিম্ন রেমিট্যান্স

সিনিয়র করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২২ ০০:১৪

ঢাকা: দেশে প্রবাসীদের পাঠানো আয়ের পরিমাণ আরও কমেছে। অক্টোবরে ১৫২ কোটি ডলারের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এই আয় গত ৮ মাসের মধ্যে সর্বনিম্ন। মঙ্গলবার (১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ১৫২ কোটি ৫৪ লাখ (প্রায় ১ দশমিক ৫২ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এ অংক গত বছরের একই সময়ের চেয়ে ১২ কোটি ১৪ লাখ ডলার বা ৭ দশমিক ৩৭ শতাংশ কম। গত বছরের অক্টোবরে রেমিট্যান্স এসেছিল ১৬৪ কোটি ৬৯ লাখ ডলার।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গেল কয়েক মাস ধরেই রেমিট্যান্স কমছে। সেপ্টেম্বরে এসেছিল ১৫৩ কোটি ৯৫ লাখ ডলার। অক্টোবরে আরও কমে নেমে এসেছে ১৫২ কোটি ৫৪ লাখ ডলা‌রে। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে ১৪৯ কোটি ডলারের রেমিট্যান্স আসে।

সারাবাংলা/ইএইচটি/পিটিএম

অক্টোবর রেমিট্যান্স সর্বনিম্ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর