Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তলাবিহীন ঝুড়ির দেশ উন্নয়নের মহাসড়কে : প্রধানমন্ত্রী


২৮ এপ্রিল ২০১৮ ১৮:০৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা : দেশের আর্থ-সামাজিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তলাবিহীন ঝুড়ির দেশ এখন উন্নয়নের মহাসড়কে।

অস্ট্রেলিয়ায় প্রবাসীদের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে বিদ্যুৎ উৎপাদন বাড়ছে। অথচ একটি সময় ছিল মানুষ বিদ্যুৎ পায়নি। বিদ্যুৎ না পেলেও তারা খাম্বা পেয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে বিদ্যুতের সমস্যা সমাধান করা হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলেছিল। সেই অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। প্রমাণিত হয়েছে বিশ্বব্যাংকের অভিযোগ ভুয়া ছিল।’

বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির কর্মকাণ্ড কী? তাদের কর্মকাণ্ড রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা। জিয়াউর রহমান যা করেছেন খালেদা জিয়াও তাই করেছে। অবৈধ ক্ষমতা দখলকারীরা দেশের কল্যাণে কাজ করতে পারে না।’

তিনি বলেন, ‘নির্বাচনে জনগণ ভোট দিয়েছে বলে, তাদেরকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছিল তারা, আমরা জঙ্গি দমনে সক্ষমতা অর্জন করেছি।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াার কারাবাস সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘এতিমের অর্থ আত্মসাৎ করায় তার শাস্তি হয়েছে। সরকার মামলা দেয়নি। তারা দুর্নীতি করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে।’

প্রবাসীদের বিষয়ে তিনি বলেন, ‘বিএনপি কোনো পরিকল্পনা নিত না। এখন পরিকল্পিতভাবে উন্নয়ন কাজ হচ্ছে। প্রবাসীদের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। সে চেষ্টা অব্যাহত থাকবে।’

বিজ্ঞাপন

ভিশন ২০৪১ সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে কীভাবে দেখতে চাই সেই কাজও চলছে। দেশের উন্নয়নের ধারা চলমান রাখতে হবে। যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধীরা যেন ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সজাগ সতর্ক থাকতে হবে।’

সিডনিতে ‘গ্লোবাল সামিট অব উইমেন’ সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে ২৭ এপ্রিল অস্ট্রেলিয়া পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে সিডনির কিংসফোর্ড স্মিথ বিমানবন্দরে পৌঁছান তিনি। অস্ট্রেলিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সুফিউর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ছোট বোন শেখ রেহানা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকী সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাই এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে তিনি সিডনির উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। পরে থাইল্যান্ডের ব্যাংককের যাত্রাবিরতি করেন। প্রায় আড়াই ঘণ্টা যাত্রাবিরতীর পর স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সিডনির উদ্দেশে রওনা হন।

সারাবাংলা/একে

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর