Monday 28 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিপূর্ণ পরিবেশে জয়পুরহাটের ২ ইউপিতে চলছে ভোট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২২ ১৩:৩০

জয়পুরহাট: জেলার ক্ষেতলালের তুলশীগঙ্গা ও বড়তারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। ইউনিয়ন দুটিতে এবারই প্রথম ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার (২ নভেম্বর) সকাল ৮টা থেকে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত চলবে এ ভোটগ্রহণ।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০১০ সালে ক্ষেতলাল পৌরসভা গঠনের সময় সীমানা নির্ধারনের কারণে এই দুটি ইউনিয়নে পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত দুইজনসহ সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়াও সাধারণ সদস্য পদে ৫১ জন। সংরক্ষিত সদস্য পদে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কেন্দ্রগুলিতে আনসার-ভিডিপি ও পুলিশের পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করছে।

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার আনিছার রহমান বলেন, নির্বাচনে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর