Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচন কমিশনে যোগ দিলেন নতুন সচিব জাহাঙ্গীর আলম

স্পেশাল করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২২ ১৪:০৩

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে নতুন সচিব হিসেবে যোগ দিয়েছেন মো. জাহাঙ্গীর আলম।

বুধবার ( ২ নভেম্বর) দুপুরে তিনি রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গেলে ইসির কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

জাহাঙ্গীর আলম এর আগে স্বরাষ্ট্রমন্ত্রণলয়ের জননিরাপত্তা বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে সংযুক্ত ছিলেন।

গত ২৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইসির নতুন সচিব হিসাবে মো. জাহাঙ্গীর আলমকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি বর্তমান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকারের স্থলাভিষিক্ত হলেন।

এর আগে, ২০২১ সালের ২৬ জানুয়ারি থেকে গত ২১ মাস ইসি সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন মো. হুমায়ুন কবীর খোন্দকার। অন্যদিকে হুমায়ুন কবীর খোন্দকারকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিয়োগ দিয়েছে সরকার।

সারাবাংলা/জিএস/এনইউ

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর