Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এরতেজাকে ভিকটিমাইজড করার ইচ্ছে থাকলে এজাহারে নাম থাকত: বিচারক

স্টাফ করেসপন্ডেন্ট
২ নভেম্বর ২০২২ ১৮:৫৩

ঢাকা: জালিয়াতির মামলায় দৈনিক ভোরের পাতার সম্পাদক কাজী এরতেজা হাসানকে ভিকটিমাইজড করার চেষ্টা থাকলে মামলার এজাহারে আগেই তার নাম থাকত বলে মন্তব্য করেছেন আদালত। বুধবার (২ নভেম্বর) এরতেজা হাসানের রিমান্ড আবেদনের শুনানিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এই মন্তব্য করেন।

শুনানি শেষে কাজী এরতেজা হাসানকে একদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর এসআই (নি.) মো. মেহেদী হাসান আসামিকে আদালতে হাজির করে দুইদিনের রিমান্ড আবেদন করেন।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেনের আদালত একদিনের রিমান্ড আদেশ দেন।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামি সরকারি বিভিন্ন অফিস বিশেষ করে সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের ব্যবহার করে জাল দলিল তৈরি করেন। তাকে জিজ্ঞাসাবাদ করলে তার সহযোগী অন্য আসামিদের নাম ঠিকানা সংগ্রহের মাধ্যমে গ্রেফতার করা যাবে। এছাড়া তার সঙ্গে বাড্ডা সাব-রেজিস্ট্রি অফিসের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত কি না, তা শনাক্ত করা যাবে। সর্বোপরি মামলাটি তদন্তাধীন। মামলাটির ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করার লক্ষ্যে আসামিকে পুলিশ রিমান্ডে নেওয়া প্রয়োজন।

এরতেজা হাসানের পক্ষে সিনিয়র আইনজীবী কাজী নজিব উল্যাহ হিরু, মোকলেছুর রহমান বাদল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন।

এরপর বিচারক প্রথমে এরতেজা হাসানের কাছে তার নাম জানতে চান।

এরপর বিচারক তার কাছে জানতে চান, আপনি আপনার অফিসের কোনো স্টাফ নিয়ে রেজিস্ট্রি অফিসে গিয়েছিলেন কিনা না। জবাবে এরতেজার বলেন, ‘না। আমি এ বিষয়ে কিছু জানি না।’

বিজ্ঞাপন

তখন বিচারক আসামিপক্ষের আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘তাকে (এরতেজা হাসান) ভিকটিমাইজড করার ইচ্ছে থাকলে এজাহারে নাম থাকত। এজাহারে বাদী নাম দিতে পারত। তাকে ভিকটিমাইজড করার উদ্দেশ্যে ছিল না। তিনজন সাক্ষী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। তাদের বাসায় যাওয়া, ছবি নেওয়া, স্বাক্ষর না দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এটুকু না এলে তাকে আজ আদালতে আসতে হতো না।’

তখন আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘এগুলো করে আসামির কি কোনো বেনিফিট আছে? তাকে রিমান্ডে নেওয়ার মতো কোনো গ্রাউন্ড নেই। আমি রিমান্ড নামঞ্জুরের প্রার্থনা করছি।’

দুইপক্ষের শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড আদেশ দেন।

সারাবাংলা/এআই/একে

এরতেজা হাসান টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর