Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সম্পদ অর্জন: কাস্টমস কমিশনার এনামুলকে দুদকের তলব

স্টাফ করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২২ ১১:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কাস্টমস, ভ্যালুয়েশন ও অডিটের কমিশনার মোহাম্মদ এনামুল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল বুধবার (২ নভেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো তলবি নোটিশে আগামী ১০ নভেম্বর কমিশনে হাজির হওয়ার জন্য বলা হয়েছে বলে জানা গেছে।

কমিশন সূত্রে জানা যায়, কমিশনার এনামুল হকের বিরুদ্ধে শতকোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। যার মধ্যে বসুন্ধরা জি ব্লকে ১৩ নম্বর রোডের ৯৫৪- ৯৫৫ নম্বর বাড়িটি ১০ কাঠা জমির ওপর ৮ তলা ভবন করেছেন। এছাড়া রামপুরা ও আফতাব নগরসহ রাজধানীতে নামে-বেনামে জমি এবং ফ্ল্যাট রয়েছে। তার মেয়ে আমেরিকায় থাকেন। সেখানে অবৈধভাবে লাখ লাখ টাকা পাচার করেছেন বলেও অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে তলবি নোটিশে বলা হয়, কাস্টমস, ভ্যালুয়েশন ও অডিট বিভাগের কমিশনার মোহাম্মদ এনামুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বক্তব্য নেওয়া প্রয়োজন। নির্ধারিত সময়ে হাজির হতে ব্যর্থ হলে অভিযোগ সংক্রান্ত বিষয়ে কোনো বক্তব্য নেই বলে ধরে নেওয়া হবে।

সারাবাংলা/এসজে/এমও

অবৈধ সম্পদ অর্জন কাস্টমস কমিশনার কাস্টমস কমিশনার এনামুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর