‘হত্যা-ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে লড়াই আরও জোরদার করবো’
৩ নভেম্বর ২০২২ ১১:৪৪
ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জেলা হত্যা দিবসে আমাদের অঙ্গীকার বাংলাদেশে যে হত্যা ষড়যন্ত্রের রাজনীতি ধারা বিএনপি শুরু করেছে, শেখ হাসিনার নেতৃত্বে দেশের জনগণকে সঙ্গে নিয়ে এই বর্বর রাজনীতি, হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে আমরা আমাদের লড়াই আরও জোরদার করবো।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে জেল হত্যা দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে একথা বলেন তিনি।
ইতিহাসের পিছনে ফিরে তাকানোর প্রসঙ্গ তুলে ওবায়দুল কাদের বলেন, ’১৯৭৫ সালের ১৫ আগস্ট দুনিয়ার ইতিহাসে সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এই ধানমন্ডির ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনে। সপরিবারের বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে ছিলেন। একটা পরিবারকে করে দেয়াই সেদিন ছিল তাদের লক্ষ্য এবং ৩রা নভেম্বর জেলের অভ্যন্তরে যে হত্যাকাণ্ড, যা আসলে ১৫ আগস্টের হত্যাকাণ্ডেরই ধারাবাহিকতা, একই সূত্রে গাঁথা।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আসলে বাংলার রাজনীতিতে হত্যা ও ষড়যন্ত্রের যে রাজনীতি; এই রাজনীতির হোতা হচ্ছে বিএনপি। তারাই আসলে বঙ্গবন্ধু হত্যা, জেল হত্যা, ২১ আগস্টের হত্যাকান্ড; এগুলো তাদেরই কাজ। এজন্য আমাদের আজ চিরতরে বাংলার রাজনীতিতে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে, শেখ হাসিনার নেতৃত্বে আমাদের লড়াই চলছে।’
বনানী কবরস্থানে জাতীয় ৪ নেতার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে ওবায়দুল কাদের বলেন, ‘তারা আমাদের চেতনায়, আমাদের হৃদয়ে। স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে যারা নেতৃত্ব দিয়েছেন সেই পূন্যস্মৃতি আমরা স্মরণ করি এবং সেই চেতনা নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো।’
শ্রদ্ধা নিবেদনের সময় আওয়ামী লীগ নেতাদের মধ্যে সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, শাজাহান খান মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপ দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় সদস্য আমিরুল আলম মিলন, সৈয়দ আবদুল আউয়াল শামীমসহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর দক্ষিণ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা জাতীয় ৪ নেতার স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
জেল হত্যা দিবস উপলক্ষে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ সময় বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধুকন্যা। পরে তিনি আওয়ামী লীগ সভাপতি হিসাবে দলের নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে সেখান থেকে তিনি সরাসরি সকাল সাড়ে সাতটার পর বনানী কবরস্থানে জাতীয় নেতাসহ ১৫ আগস্ট নিহতদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
সারাবাংলা/এনআর/এমও