Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রী অনেক অগ্রিম চিন্তা করেন, যাতে সমস্যা না হয়’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২২ ১৪:২৭

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, প্রত্যেক মানুষের জীবনে কখনও ভালো সময় থাকে, কখনো খারাপ সময় থাকে। আমাদের প্রধানমন্ত্রী যা বলেছেন সামনে দুর্ভিক্ষ হতে পারে, খাদ্যের অভাব হতে পারে। সে চিন্তা করেই কিন্তু উনি বারবার বলছেন। উনি সবসময় অনেক অগ্রিম চিন্তা করেন, যাতে আমাদের সমস্যা না হয়।’

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্সের ৪র্থ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যদ্রব্যের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। তিনি বলেন, কিন্তু আমাদের চেয়ে বৈশ্বিক কারণ বেশি। এখন বৈশ্বিক কারণটা তো আমরা রাতারাতি পরিবর্তন করতে পারবো না।

আজকের সভা থেকে সাধারণ মানুষের জন্য কোনো সুখবর আছে কিনা, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘আমরা খবরটা দিচ্ছি যে, ভয় পাওয়ার কিছু নেই।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সয়াবিন তেলের বিষয়টি ট্যারিফ কমিশন ঠিক করবে। আমি আজ এখানেই বলেছি। তারা খুব শিগগিরই আবার বসে পুরো জিনিসটা এসেস করে, স্টাডি করে বিষয়টি নির্ধারণ করবে।’

সারাবাংলা/জেআর/এমও

অগ্রিম চিন্তা টিপু মুনশি দুর্ভিক্ষ প্রধানমন্ত্রী সমস্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর