২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮২
৩ নভেম্বর ২০২২ ২০:৪৫ | আপডেট: ৩ নভেম্বর ২০২২ ২৩:৪৪
ঢাকা: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নয় রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ৮৮২ জন। এর মধ্যে রাজধানী ঢাকায় ৪৯৮ এবং ঢাকায় বাইরে বিভিন্ন হাসপাতালে ৩৮৪ জন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬১ জন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ৬৭৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২৭৬ এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ৪০০ জন রোগী। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪০ হাজার ৯৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে ঢাকায় ২৭ হাজার ৬৪৬ এবং ঢাকার বাইরে ১৩ হাজার ৩৩৭ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৭ হাজার ১৪৬ জন। এর মধ্যে ঢাকায় ২৫ হাজার ২৭২ এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১১ হাজার ৮৭৪ জন।
সারাবাংলা/পিটিএম