Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বাস্থ্যখাতের উন্নয়নে কোরিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২২ ২৩:৫০

ঢাকা: দেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে কোরিয়া-বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশের হাসপাতালগুলোকে আধুনিক ও উন্নতমানের করতে কোরিয়া সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন। তিনি কোরিয়ায় বাংলাদেশ থেকে নার্স, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী পাঠাতে আগ্রহ দেখান।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর অফিসে এ দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কোরিয়ান সাংসদ মিজ জং চু সু করোনা মোকাবিলায় বাংলাদেশের স্বাস্থ্যখাতের নেওয়া নানা উদ্যোগের প্রশংসা করেন এবং বাংলাদেশের হাসপাতালগুলোতে অধিক সংখ্যক মানুষের স্বাস্থ্যসেবা দানের অভিজ্ঞতা কোরিয়ায় কাজে লাগাতে আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

কোরিয়ায় বর্তমানে বাংলাদেশের বহু মানুষ কর্মরত রয়েছেন এবং তারা সেখানে সুনামের সঙ্গে বসবাস করছেন বলে উল্লেখ করেন জাহিদ মালেক। তিনি কোরিয়াকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র বলেও উল্লেখ করেন।

স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদারসহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

কোরিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর