Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিমস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড’ পেয়েছেন ২ বিচারপতি ও এক সাংবাদিক

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২২ ২২:১২

ঢাকা: মেডিয়েশনের মাধ্যমে বিচার অঙ্গন, রাষ্ট্রীয় ও সমাজ জীবনে শান্তি স্থাপনে অবদান রাখায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি আহমেদ সোহেল এবং ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিম ‘বিমস গোল্ড মেডেল অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে নেদারল্যান্ডের আরবিট্রেশন কমিটির স্থায়ী সদস্য ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রশিদ পদকপ্রাপ্তদের হাতে এ সম্মাননা তুলে দেন।

বিজ্ঞাপন

সম্মাননা হিসেবে তাদের প্রত্যেককে এক ভরি ওজনের স্বর্ণপদক, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

২০২১ সালে মেডিয়েশনের মাধ্যমে বিচার অঙ্গন, রাষ্ট্রীয় ও সমাজ জীবনে শান্তি স্থাপনে ভূমিকা রাখায় আন্তর্জাতিক মেডিয়েশন স্বর্ণ পদকের জন্য বাংলাদেশ, ভারত ও কেনিয়ার পাঁচ বিচারপতি ও ঢাকা পোস্টের সুপ্রিম কোর্ট প্রতিবেদকের নাম ঘোষণা করা হয়।

বিমসের চেয়ারম্যান এস এন গোস্বামী এ ঘোষণা দেন।

তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল, বিচারপতি আহমেদ সোহেল, জাতিসংঘের ড. কেভিন বেরি ব্রাউন, ভারতের জম্বু-কাশ্মীরের সাবেক প্রধান বিচারপতি গীতা মিতাল, ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি কুরিয়ান জোসেফ, কেনিয়ার নারী বিচারপতি জয়েসি অ্যালুসের নাম ঘোষণা করেন।

তবে আজ বাংলাদেশের তিনজনকে এই স্বর্ণপদক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। মেডিয়েশন স্বর্ণপদকের জন্য মনোনীত অপর চারজনকে শিগগিরই নেপালে আরেকটি অনুষ্ঠানের মাধ্যমে এই পদক তুলে দেওয়া হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

বিজ্ঞাপন

যে অবদানে স্বর্ণপদক পেলেন তিনজন: মেডিয়েশনের মাধ্যমে বিচার অঙ্গন, রাষ্ট্রীয় ও সমাজ জীবনে শান্তি স্থাপনে ভূমিকা রাখায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি আহমেদ সোহেল বিমস গোল্ড মেডেল লাভ করেছেন।

এ ছাড়া ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেদী হাসান ডালিমের নামে মেমেডিয়েশন মাধ্যমে মামলাজট কমানোর বিষয়ে সংবাদমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। মামলাজট নিরসনকল্পে ইতোপূর্বে তার লেখা ‘বাংলাদেশে মেডিয়েশন আন্দোলন এগিয়ে যাওয়ার গল্প’ শিরোনামে নামে একটি বই প্রকাশিত হয়েছে।

সাংবাদিক ডালিম ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে আইন, আদালত ও সুপ্রিম কোর্ট বিটে কাজ করছেন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও ল’ রিপোর্টার্স ফোরামের সদস্য। তার লেখা ‘আইনে তারুণ্য’ গ্রন্থটি পাঠক মহলে ব্যাপক সমাদৃত হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও অ্যাক্রিডিটেড মেডিয়েটর পঙ্কজ কুমার কুন্ডুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক ও আইনজীবীদের মর্যাদা ও গৌরব শীর্ষক মূল প্রবন্ধ পাঠ করেন আইনজীবী আজিজুর রহমান দুলু।

বিমসের গোল্ড মেডেল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের চেয়ারম্যান সমরেন্দ্র নাথ গোস্বামী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল, ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার, বিমসের রিজিওনাল ডিরেক্টর ড. নর্মতা পান্ডে, কমিউনিটি মেডিয়েশন সেন্টারের চেয়ারম্যান সেলিমা সোবহান খসরু, সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল হক হেলাল প্রমুখ।

সারাবাংলা/কেআইএফ/একে

গোল্ড মেডেল বিমস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর