ডিসেম্বরে আন্তর্জাতিক খামারি উৎসব
৫ নভেম্বর ২০২২ ২৩:২২
ঢাকা: আগামী ৩ ডিসেম্বর দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক খামারি উৎসব ২০২২’। এতে দেশি ও বিদেশি প্রায় পাঁচ হাজারের বেশি খামারি অংশ নেবেন। বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) এই উৎসবের আয়োজন করছে। মুন্সিগঞ্জের একটি রিসোর্টে এই উৎসব অনুষ্ঠিত হবে।
শনিবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধে অবস্থিত সাদিক অ্যাগ্রো লিমিটেডে উৎসবের ‘টিকিট উন্মোচন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সংগঠনটির পক্ষে এই আয়োজনের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিডিএফএ সভাপতি মো. ইমরান হোসেন, মহাসচিব মো. শাহ্ এমরানসহ আয়োজক কমিটির অন্যান্য সদস্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারিরা।
বিডিএফএ সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন বলেন, ‘আমরা আগের চেয়ে আরও বেশি সংঘবদ্ধ ও শক্তিশালী হওয়ার লক্ষ্যে আগামী ৩ ডিসেম্বর আন্তর্জাতিক খামারি উৎসব পালন করব। এতে ৩০ জন বিদেশি খামারি অংশ নেবে। দেশি ও বিদেশি খামারিরা মতবিনিময় ও আনন্দ উৎসবে মেতে উঠবে।’
আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, এ বছরই প্রথমবারের মতো বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, ভেনিজুয়েলা, ভারত, ব্রাজিল, শ্রীলঙ্কা, মিয়ানমার, নেপালসহ অন্যান্য দেশ থেকে প্রায় অর্ধ শতাধিক খামারি এই আয়োজনে অংশ নেবে।
খামারি উৎসবে অংশগ্রহণে আগ্রহী খামারিদের টিকিট সংগ্রহ করতে হবে। যার শুভেচ্ছা মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা। বিডিএফএ প্রধান কার্যালয় ছাড়াও এই টিকিট দেশের বিভিন্ন প্রান্তে মনোনীত খামার ও স্টলে পাওয়া যাবে।
উৎসবের দিন থাকছে সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের স্ন্যাকস এবং পানীয়। এছাড়াও থাকছে দেশি-বিদেশি খামারিদের আড্ডা, নগর বাউল জেমসের কনসার্ট, র্যাফেল ড্র ইত্যাদি। র্যাফেল ড্র-তে প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি আকর্ষণীয় ডাবল কেবিন পিকআপ গাড়ি। এছাড়াও মোটরসাইকেলসহ থাকছে আরও ১০০টি আকর্ষণীয় পুরস্কার।
সারাবাংলা/ইএইচটি/পিটিএম