প্রথমবার ইভিএম’র ভোট পুনর্গণনা করল ইসি
৬ নভেম্বর ২০২২ ১৪:২২
ঢাকা: নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে গ্রহণ করা ভোট পুনর্গণনা করার দাবি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৬ নভেম্বর) ইসির যুগ্মসচিব এসএম আসাদুজ্জামান সাংবাদিকদের বিষয়টি জানান।
জানা গেছে, নির্বাচনী ট্রাইব্যুনালের আদেশে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ইভিএমে অনুষ্ঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নং সাধারণ ওয়ার্ডের ভোট পুনর্গণনা করা হয়েছে। এতে বলা হয়, ডিএনসিসি নির্বাচনে ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের একজন প্রার্থী ভোট পুনর্গণনার জন্য মামলা দায়ের করলে ট্রাইব্যুনাল ভোট পুনর্গণনার আদেশ দেন। এ আদেশের প্রেক্ষিতে ইসি ভোট পুনর্গণনার জন্য নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে। এই কমিটি গত ৫ নভেম্বর সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোট পুনর্গণনা করেন। এ সময় সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসার, প্রার্থী, এজেন্ট এবং তাদের আইনজীবীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, ভোট পুনর্গণনার জন্য নির্বাচনী মালামালের সিলগালা বস্তা খোলা হয়। ইভিএম মেশিনে অডিটকার্ড প্রবেশ করিয়ে তা হতে ফলাফল দেখা হয়। পাশাপাশি এই ফলাফল নির্বাচনের দিন ঘোষিত ফলাফলের সঙ্গে মেলান হয়। এতে অডিট কার্ডের ফলাফল এবং নির্বাচনের দিন ঘোষিত ফলাফল একই পাওয়া গেছে।
ইসি সূত্র জানায়, ইভিএম’এ ভোট গ্রহণ করা হলেও তা পুনর্গণনা করা যায়। এবারই প্রথম আদালতের আদেশে ইভিএম’এ ভোট গ্রহণের ফলাফল পুনর্গণনা করা হয়েছে।
সারাবাংলা/জিএস/এনএস