Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা শহরে কেন ভিক্ষুকের আনাগোনা?

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২২ ২১:৩৯

ঢাকা: সামাজিক নিরাপত্তা বেষ্টনীর নানা কর্মসূচি থাকা সত্ত্বেও ঢাকা শহরে কেন ভিক্ষুকদের আনাগোনা তা জানতে চেয়েছেন সরকারি দলের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ।

রোববার (৬ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে দায়িত্বপ্রাপ্ত সমাজকল্যাণ মন্ত্রীকে উদ্দেশ্য করে এই প্রশ্ন করেন। একইসঙ্গে ভিক্ষাবৃত্তি বন্ধে পদক্ষেপ গ্রহণ করবেন কী না তা জানতে চান।

সম্পূরক প্রশ্নে এ কে এম রহমতুল্লাহ বলেন, ‘সরকারের তিন টার্ম কন্টিউনিয়াস চলছে। এর আগে ১৯৯৬ সালেও আমরা ক্ষমতায় ছিলাম। আমরা বয়স্কভাতা, নির্যাতিত ভাতাসহ অনেকরকম ভাতা দিয়ে যাচ্ছি। যাদের বাড়িঘর নেই তাদের বাড়িঘর দিয়েছি। আজকেও আসার সময় রাস্তায় ১০ জন ফকির (ভিখারী) ভিক্ষা চাচ্ছে। কিন্তু এই জিনিসটা কেন হবে? আমরা সামাজিক বেষ্টনীর মধ্যে সব কিছু নিয়ে আসছি। আশ্রয়ন প্রকল্প করছি। সমস্ত রকম সাহায্য দিচ্ছি। তাহলে রাস্তায় ভিক্ষুক থাকার তো কথা নয়। থাকা উচিতও নয়। এদের জন্য কী পদক্ষেপ গ্রহণ করবেন?’

জবাবে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা শহরে ভিক্ষুকদের ‍উৎপাতের বিষয়ে আমার সঙ্গে কথা বলেছেন। এটি কীভাবে নিরসন করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। ভিক্ষুকরা যেন ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে ভিক্ষাবৃত্তি না করতে পারে সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে পুনর্বাসন করার ব্যবস্থা করতে যাচ্ছি।’

সারাবাংলা/এএইচএইচ/একে

ভিক্ষুক সমাজকল্যাণ মন্ত্রণালয়


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

মূল্যবোধ রক্ষায় সচেতনতা জরুরি
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৯

সম্পর্কিত খবর