Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পূর্বাচলের প্লট দ্রুত বুঝিয়ে দেওয়া হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২২ ২১:৪৬

ঢাকা: মামলার কারণে পূর্বাচলের যেসব প্লটের বরাদ্দ বন্ধ রয়েছে সেগুলো দ্রুত বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

রোবাবর (৬ নভেম্বর) একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য শামীম ওসমানের এক প্রশ্নের জবাবে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

পূর্বাচলে টাকা দিয়ে অনেকে প্লট বরাদ্দ পাচ্ছেন না, তাদের ব্যাপারে কী করা হবে? জানতে চান শামীম ওসমান। এর উত্তরে শরীফ আহমেদ বলেন, ‘আমরা পূর্বাচলে ১২০টি প্রাতিষ্ঠানিক প্লট অনুমোদন দিয়েছি। যেসব প্লট নিয়ে মামলা নাই সেগুলো অনুমোদন দিতে পেরেছি। বিশেষ একটি এনজিও এবং পরিবেশবাদী সংগঠন প্রাতিষ্ঠানিক প্লটের বিরুদ্ধে মামলা করেছে। এটা নিয়ে আমি ও সচিব অ্যাটর্নি জেনারেলের সঙ্গে কথা বলেছি। যারা টাকা দিয়েছেন দ্রুত তাদের প্লট বরাদ্দের ব্যবস্থা করা হবে।’

গ্রামের মানুষের জন্য উপজেলা পর্যায়ে স্বল্পমুল্যে আবাসিক ফ্লাটের ব্যবস্থা করা যায় কি না? আওয়ামী লীগের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকারের এমন এক সম্পূরক প্রশ্নের জবাবে শরীফ আহমেদ বলেন, ‘ঢাকায় সাধারণ মানুষের চাপ কমানোর লক্ষ্যে বিভিন্ন জেলা-উপজেলা পর্যায়ে স্বল্প সুদে আবাসিক ফ্ল্যাট নির্মাণের কাজ আমরা শুরু করেছি। এই কাজ আগামীতেও চলমান থাকবে।’

আওয়ামী লীগের সংসদ সদস্য অসিম কুমার উকিলের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সরকারি সব প্রকল্পের টেন্ডারের রেট সিডিউল অনুমোদন করে দিয়েছি। পরবর্তীতে যে টেন্ডার হবে এবং যেসব সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করা হয় তা বর্তমান রেটেই হবে। সিডিউলে নতুন রেটে টেন্ডার হচ্ছে। আর যেসব কাজ চলমান আছে বা আংশিক হয়েছে সেসব কাজের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমরা সমাধন করব।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

টপ নিউজ পূর্বাচল প্লট বরাদ্দ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর