Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ম্বরে দেশে পালিত হচ্ছে বুদ্ধপূর্ণিমা


২৮ এপ্রিল ২০১৮ ২২:২৮

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

ঢাকা: আজ (২৯ এপ্রিল) বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা। এ দিনে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান লাভ ও মহাপরিনির্বাণ লাভ- এই তিনটি ঘটনা সংঘটিত হয়েছিল। তাই বৌদ্ধদের জন্য দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন দিবসটি উৎসবমূখর এবং ভাবগাম্ভীর পরিবেশে উদযাপনের জন্য রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

তাদের কর্মসূচির মধ্যে সকাল ১০টায় বুদ্ধপূজা, মহাসংঘদান এবং সন্ধ্যে ৬টায় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রধান অতিথি, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ক্রিশান্তে ডি সিলভা, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।

এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন কূটনৈতিক মিশনের প্রধানরা উপস্থিত থাকবেন।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রোববার সরকারি ছুটির দিন। রাজধান ী ছাড়া সারাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

সারাবাংলা/এমআই

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ

ইনজুরিতে মৌসুম শেষ রদ্রির
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১০:২৮

সম্পর্কিত খবর