বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে
৭ নভেম্বর ২০২২ ১৩:৪১
ঢাকা: বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী মো. আসাদুল হাবিব দুলুর অবৈধ সম্পদ অর্জনের মামলা বাতিলে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী এক বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তির করতে বিচারিক আদালতের প্রতি নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (৭ নভেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান এবং দুলুর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুর রেজাক খান।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলাটির বিচার কার্যক্রম গত ১২ বছর ধরে হাইকোর্টের অপর এক আদেশে স্থগিত ছিল।
এক কোটি ৬১ লাখ আট হাজার ৩৭৩ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক (সমন্বিত জেলা কার্যালয়, দিনাজপুর) মো. কামরুল আহসান ২০০৯ সালের ২১ জানুয়ারি লালমনিরহাটে এ মামলা দায়ের করেন। পরে একই বছরের ২৯ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দাখিল করে দুদক।
পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন আসাদুল হাবিব দুলু। হাইকোর্ট ২০১০ সালের ২৫ আগস্ট মামলাটির বিচারিক কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। সেই থেকে এ মামলাটি বিচার কার্যক্রম বন্ধ রয়েছে।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, দীর্ঘদিন হাইকোর্টের স্থগিতাদেশের কারণে মামলাটি বিচার কার্যক্রম বন্ধ ছিল। আজকের রায়ের ফলে মামলাটি পুনরায় সচল হলো।
সারাবাংলা/কেআইএফ/ইআ