Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাবিতে শুরু হচ্ছে ‘নিরিখ’ তৃতীয় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন

রাবি করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২২ ১৭:২৭

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘সমকালের সাহিত্য, সাহিত্যে সমকাল ‘ প্রতিপাদ্যে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘নিরিখ’ তৃতীয় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। আগামী ৯ নভেম্বর এ সম্মেলন শুরু হয়ে শেষ হবে ১০ নভেম্বর।

সোমবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের শিক্ষক লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ সব তথ্য জানান নিরিখের সাংগঠনিক সম্পাদক ও ফোকলোর বিভাগের অধ্যাপক ড. মোস্তফা তারিকুল আহসান।

৯ নভেম্বর সকাল ১০ টায় ড. এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে এ সম্মেলনের উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।

সাহিত্য সম্মেলনে বাংলাদেশ, ভারত নেপাল থেকে মোট ৫৮ জন গবেষক প্রবন্ধ উপস্থাপন করবেন। সম্মেলনের সবকটি অধিবেশন প্রকৌশল অনুষদের গ্যালারিতে অনুষ্ঠিত হবে।

দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে ‘সাহিত্যে সমকাল’ বিষয়ে মুখবন্ধ বক্তৃতা দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজম। দ্বিতীয় দিনে ‘সমকালের সাহিত্য’ বিষয়ে মুখবন্ধ বক্তৃতা দেবেন কথাশিল্পী মামুন হুসাইন।

সংবাদ সম্মেলনে বাংলা বিভাগের অধ্যাপক ড. সফিকুন্নবী সামাদী, সহকারী অধ্যাপক মোসা. শামসুন নাহার, ভারতের আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মীর রেজাউল করিম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘বাংলার সাহিত্য বাঙালির সাহিত্য’-এ স্লোগানে শিল্প ও সমাজ বিষয়ক সাময়িকী ‘নিরিখ’ রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ২০০১ সাল থেকে প্রকাশিত হয়ে আসছে। বাংলা সাহিত্য, শিল্প, সমাজ, সিনেমা, অনুবাদ-শিল্প সমালোচনাসহ বিভিন্ন বিষয় নিয়ে এ পত্রিকা কাজ করছে।

এর আগে, ২০১৭ সালে প্রথম এবং ২০১৯ সালে দ্বিতীয় সাহিত্য সম্মেলন করে এই সংগঠনটি। এরই ধারাবাহিকতায় এবার তৃতীয় আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন।

সারাবাংলা/একে

নিরিখ রাজশাহী রাজশাহী বিশ্ববিদ্যালয় সাহিত্য সম্মেলন


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর