Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার পর্যন্ত চলবে নীলক্ষেত তুলা মার্কেটে উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২২ ১৯:৩২

ঢাকা: নীলক্ষেত রোড সাইড মার্কেট (তুলা মার্কেট) এর অবৈধ দোকান উচ্ছেদ অভিযান দুইদিন বাড়ানো হয়েছে। রোববার থেকে শুরু হওয়া ১৮৮টি অবৈধ দোকান উচ্ছেদ ও ভাঙার কার্যক্রম চলবে আগামী বুধবার পর্যন্ত।

এদিকে আজ সোমবার (৭ নভেম্বর) দ্বিতীয় দিনের অভিযান পরিচালনা করা হয়েছে। আজকের অভিযানে ২য় তলার অবৈধ দোকানগুলোর বাউন্ডারি ওয়াল ভাঙার কাজ শেষ করার পাশাপাশি ৩য় তলার ছাদের তিন চতুর্থাংশ ভাঙা সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

এতে নেতৃত্ব দেন করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান।

চলমান অভিযান প্রসঙ্গে মো. মনিরুজ্জামান বলেন, ‘নীলক্ষেত তুলা মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ ও ভাঙার কার্যক্রম চলমান রয়েছে। অভিযানের সময় আরও দুইদিন বাড়ানো হয়েছে।’

করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন উচ্ছেদ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন।

সারাবাংলা/আরএফ/একে

তুলা মার্কেট নিউমার্কেট

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর