Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রাষ্ট্র নজিরবিহীন বিপর্যয়ের মুখোমুখি’

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২২ ২০:১৪

আ স ম আবদুর রব, ফাইল ছবি

ঢাকা: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, অপশাসন, দুঃশাসন ও অর্থনৈতিক বিপর্যয়ে দেশ বিপজ্জনক পরিণতির দিকে যাচ্ছে। বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং কর্মহীন মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংকট নিয়ন্ত্রণহীন পর্যায়ে চলে যাচ্ছে।

তিনি আরও বলেন, সরকারের অদক্ষতা, তথ্য ও উপাত্ত নিয়ে স্ববিরোধিতা কার্যত বিরূপ পরিস্থিতিকে আরো ঘোলাটে করে ফেলছে।

৭ নভেম্বর ‘সিপাহী গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেএসডি আয়োজিত আলোচনা সভায় আ স ম আবদুর রব (ভার্চুয়ালি যুক্ত হয়ে) এসব কথা বলেন।

জেএসডি কেন্দ্রীয় কার্যালয় আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ মিয়া। আলোচনায় অংশ নেন কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, এস এম আনসার উদ্দিন ,সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, আনোয়ারুল কবির মানিক, আনিসা রত্না, এম এ আউয়াল, কামরুল আহসান অপু, আবুল কালাম, তৌফিক উজ জামান, ওমর ফারুক সেলিম প্রমুখ।

আ স ম আব্দুর রব বলেন, রাষ্ট্র এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে নজিরবিহীন বিপর্যয়ের মুখোমুখি। সংকট আরও গভীরতর হলে আইএমএফের খুঁটিও সে ভার বইবার মতো যথেষ্ট উপযোগী হবে বলে প্রতীয়মান হয় না। এ অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে অবিলম্বে সব রাজনৈতিক দল ও পেশাজীবী সামাজিক শক্তির অংশীদারত্বে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ‘জাতীয় রোডম্যাপ’ প্রণয়ন করা জরুরি কর্তব্য।

তিনি আরও বলেন, ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো অক্ষত রেখে সিপাহী গণঅভ্যুত্থান দিবসের মর্ম বস্তুকে রাষ্ট্রীয় জীবনে প্রয়োগ বা বাস্তবায়ন করা সম্ভব হবে না। প্রচলিত নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থার উচ্ছেদ এবং শ্রমজীবী, কর্মজীবী ও পেশাজীবী জনগণের অংশীদারিত্বে গণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের মধ্য দিয়ে কর্নেল তাহেরের স্বপ্ন ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএইচ এইচ/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর