Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২২ ২১:০৬

ফাইল ছবি

কক্সবাজার: ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে ছাদ থেকে পড়ে মুসা (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কক্সবাজার শহরের তারাবনিয়াছড়ায় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের মোহাম্মদ নুরুল হকের ছেলে।

কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শাহাবুদ্দীন সিকদার জানান, ফুটবল বিশ্বকাপ সামনে রেখে মুসা নামে ওই কিশোর বাজার থেকে ব্রাজিলের পতাকা কিনে এনেছিল। বিকেলে বাসার ছাদে উঠে পতাকা টাঙাতে গিয়ে তিন তলার ছাদ থেকে পড়ে যায়। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়ে কর্মরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত ওসি রফিকুল ইসলাম জানান, ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

সারাবাংলা/একে

কিশোরের মৃত্যু বিশ্বকাপ ফুটবল ব্রাজিলের পতাকা