Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যুক্তরাষ্ট্রে ৩ বছরে ৩ হাজার ৭৬ জনকে বিনাবিচারে গুলি করে হত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২২ ২২:১২

ফাইল ছবি

সিলেট: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ২০১৯ থেকে ২০২১ এই তিন বছরে আমেরিকায় (যুক্তরাষ্ট্র) ৩ হাজার ৭৬ জনকে বিনাবিচারে গুলি করে মেরেছে পুলিশ। আমাদের দেশে এমন একটি ঘটনাও নেই। তারা গুমের কথা বলে। আমার জানা মতে দেশে একজনও গুম হয়নি।

সোমবার (৭ নভেম্বর) বিকেলে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে ৭৬ জন গুমের কথা বলেছে আমেরিকা। খবর নিয়ে দেখলাম তারা যাদের কথা বলেছে এর মধ্যে আটজন ঘুরে বেড়াচ্ছে। দুইজন ভারতের নাগরিক ছিলো তারা ভারতে চলে গেছে। আর ৫৪ জন দাগী আসামি হিসেবে কারাগারে রয়েছে।

পরিসংখ্যান তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের (আমেরিকা) ওখানে ২০২১ সালে ৫ লাখ ২১ হাজার, ২০২০ সালে ৫ লাখ ৭৩ হাজার, ২০১৯ সালে ৬ লাখ ৯ হাজার ও ২০১৮ সালে ৬ লাখ ১২ হাজার মানুষ নিখোজ হয়েছে।

তিনি বলেন, তারপরও তারা আমাদেরকে ছবক দিতে আসে। যদি কেউ ছবক দিতে চায় তাহলে তাদের বলবেন-আয়নায় আগে তোমাদের চেহারার দিকে তাকাও।

সারাবাংলা/এনইউ

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর