Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাক্তার সেজে চুরি করতে গিয়ে ধরা, পরে মুচলেকায় মুক্তি!

স্টাফ করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২২ ২৩:০১

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার সেজে চুরি করতে গিয়ে তৃতীয়বারের মতো ধরা পড়ে শুভ আহমেদ (২৭) নামে এক চোর। এ সময় তার কাছে একটি স্টেথোস্কোপ পাওয়া যায়। তবে পুলিশ মামলার বাদী না পাওয়ায় সেই চোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে।

সোমবার (৭ নভেম্বর) ওই চোরকে আটকের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল হাসপাতালে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার (পিসি) আব্দুর রউফ।

তিনি জানান, শুভ পেশাদার চোর। অ্যাপ্রোন পরে চিকিৎসক বেশে হাসপাতালে ঘুরে ঘুরে ডাক্তারদের বই, ল্যাপটপ ও রোগীদের মোবাইলসহ টাকা পয়সা চুরি করে থাকে। দুই মাস আগেও তাকে পর পর দুইবার ঢাকা মেডিকেলের নতুন ভবনের সিসিইউ থেকে চুরি করা জিনিসপত্রসহ হাতেনাতে আটক করা হয়। সেই সময় হাসপাতালে কর্তৃপক্ষের নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালের পুলিশ ফাঁড়িতে চোরকে হস্তান্তর করা হয়।

তিনি আরও জানান, আজ দুপুরেও হাসপাতালের নতুন ভবনের সিসিইউ থেকে অ্যাপ্রোন পরা অবস্থায় তাকে আটক করা হয়। চোর শুভর মূল টার্গেট ডাক্তারদের নামিদামি বই। সেগুলো চুরি করে নীলক্ষেতে বইয়ের দোকানগুলোতে বিক্রি করে সে। আজও হাসপাতালে কর্তৃপক্ষের নির্দেশক্রমে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালের পুলিশ ফাঁড়িতে অভিযুক্ত শুভ আহমেদকে হস্তান্তর করা হয়। শুভর পেশা চুরি। এ কারণে তার ছবি হাসপাতালে বিভিন্ন জায়গায় টাঙানো আছে। আজ তাকে দেখে চিনতে পেরে আবার আটক করা হয়।

হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘আনসার সদস্যরা এক চোরকে আমাদের কাছে দিয়ে যায়। মামলার বাদী খুঁজে না পাওয়ায় ওই চোরের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কয়েক মাস আগেও তাকে আমাদের কাছে নিয়ে আসা হয়েছিল। ওই সময় তাকে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছিল।’

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। এখনই হাসপাতাল ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।’

এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগ্রেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘ওই চোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাসপাতালের পুলিশ ফাঁড়িতে দেওয়া হয়েছে।’ এক প্রশ্নের জব্বাবে তিনি বলেন, ‘পুলিশ যদি মামলার বাদী না পায় তাহলে আমাদের জানানো উচিত ছিল। না জানিয়ে চোরকে ছেড়ে দেওয়া ঠিক হয়নি।’

সারাবাংলা/এসএসআর/পিটিএম

চুরি ডাক্তার মুক্তি মুচলেকা

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর