বনানী থানার ওসিসহ আ.লীগের ১৬ জনের বিরুদ্ধে মামলা খারিজ
৮ নভেম্বর ২০২২ ০৯:২৯
ঢাকা: রাজধানীর বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়াসহ আওয়ামী লীগের ১৬ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত।
মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ মো.আছাদুজ্জামানের আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটরই তাপস কুমার পাল মামলাটি খারিজের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, গত ৭ নভেম্বর বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলাটি দায়ের করেন জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাহী কমিটির সদস্য ও দলটির অন্তর্জাতিক কমিটির সদস্য তাবিথ আউয়াল। ওই সময় বাদীর জবানবন্দি রেকর্ড করে পরে আদেশ জন্য রেখেছেন আদালত।
মামলার অপর আসামিরা হলেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামীলীগের সহ-সভাপতি কাদের খান, বনানী থানা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মীর মোশাররফ হোসেন, বনানী থানা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, বনানী থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, সহ-সভাপতি ও ২০ নং ওয়ার্ড কাউন্সিলর নাছির, শ্রমিক লীগ কর্মী বাবু, শফিক, বনানী থানার যুবলীগ কর্মী শ্যামল, দোলন, রনি, ববি, সাগর, মামুন ও ফারুক। এছাড়াও আরও ২০০/৩০০ জনকে অজ্ঞাত করে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি বিদ্যুৎ, গ্যাস, ডিজেল ও সারসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের মূল্য বৃদ্ধিসহ দলীয় তিন নেতার নিহত হওয়ার প্রতিবাদে গত ১৭ সেপ্টেম্বর গুলশান ২ এর গোলচত্বরে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করে বিএনপি। এসময় কর্মসূচিতে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালায়।
অভিযোগে আরও বলা হয়, ভুক্তভোগী বিএনপির নির্বাহী কমিটি সদস্য তাবিথ আউয়াল শান্তিপূর্ণ মোমবাতি প্রজ্বলন কর্মসূচির নিশ্চিতের জন্য বনানী থানার অফিসার ইনচার্জকে (ওসি) অনুরোধ করেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো পদক্ষেপ নেয়নি। এরপর আওয়ামী লীগের হামলায় তাবিথ আউয়ালসহ বিএনপির অনেকে নেতা-কর্মী গুরুতর আহত হন। ঘটনাস্থল রাজধানীর অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকা সংলগ্ন হওয়ায় এবং ঢাকা মহানগরীর গুরুত্বপূর্ণ এলাকা সমূহ সিসিটিভি আওতাভুক্ত থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম উদাসীনতা, দায়িত্বহীন আচরণের কারণে এখনো আমলযোগ্য ঘটনাটি এজাহারভুক্ত হয়নি।
সারাবাংলা/এআই/এনএস