Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২২ ১৪:৩৬

ঢাকা: রাজধানীর বনানী টিএন্ডটি এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবক মারা গেছেন।তিনি রাইড শেয়ারিং মোটরসাইকেল চালাতেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভোর ৫টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মুমুর্ষ অবস্থায় ওই মোটরসাইকেল চালককে স্বজনরা ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বনানী থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদির জানান, মৃত আনোয়ার একজন পাঠাও চালক ছিলেন। থাকতেন বনানী টিএন্ডটি এলাকায়। ভোরে মোটরসাইকেল দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার সময় বনানী টিএন্ডটি এলাকাতেই মোটরসাইকেল স্পিডবেকারের সঙ্গে লেগে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।

আনোয়ারের ভাই মো. সোহেল রানা জানান, তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার হাজিপুর গ্রামে। তার বাবার নাম মৃত হারেজ আলী। বর্তমানে বনানী টিএন্ডটি বস্তিতে স্ত্রী ও এক সন্তান নিয়ে থাকতেন তিনি। পেশায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালাতেন তিনি। রাতে কাজ শেষ করে মোটরসাইকেল যোগে বাসায় ফিরছিলেন আনোয়ার। এসময় বনানী এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন।

সারাবাংলা/এসএসআর/আইই

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর