Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মালদ্বীপে ভয়াবহ অগ্নিকাণ্ডে বাংলাদেশিসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
১০ নভেম্বর ২০২২ ১৩:৪৭

মালদ্বীপের রাজধানী মালের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। এর মধ্যে এক বাংলাদেশি ও ৯ জন ভারতীয় নাগরিক বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। ওই ভবনের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। খবর দ্য হিন্দু।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (১০ নভেম্বর) ভোরে দেশটির রাজধানী মালেতে একটি গ্যারেজে আগুন লেগে অন্তত ১০ জন মারা গেছেন। নিহত শ্রমিকরা প্রতিবেশী দেশের।

বিজ্ঞাপন

দেশটির একজন শীর্ষ কর্মকর্তা দ্য হিন্দুকে বলেন, ‘নিহতদের মধ্যে প্রতিবেশী দেশের নাগরিক রয়েছেন। পুলিশ তাদের পরিচয় শনাক্ত করার জন্য কাজ করছে।’

দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এনডিএমএ) বৃহস্পতিবার সকালে এক টুইট বার্তায় জানিয়েছে, মালেতে আগুনে বাস্তুচ্যুত এবং ক্ষতিগ্রস্তদের জন্য মাফান্নু স্টেডিয়ামে একটি আশ্রয় কেন্দ্র স্থাপন করেছে এনডিএমএ। ত্রাণ সহায়তা ও সহায়তা প্রদানের ব্যবস্থা করা হচ্ছে।’ তবে হতাহতের কথা উল্লেখ করেনি সংস্থাটি।

বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি হলো মালে। কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডে ধ্বংসপ্রাপ্ত একটি ভবনের উপর তলা থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়। ভবনের নিচতলার গাড়ি মেরামতের গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, ‘আমরা ১০টি মৃতদেহ উদ্ধার করেছি।’ প্রায় চার ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা।

দেশটির একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে ৯ জন ভারতীয় এবং একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে মালদ্বীপের রাজনৈতিক দলগুলো বিদেশি কর্মীদের জন্য দেওয়া শর্তের সমালোচনা করেছে। দেশটির দক্ষ জনশক্তির বেশির ভাগই বাংলাদেশি, ভারত, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাগরিক।

সারাবাংলা/এনএস

টপ নিউজ মালদ্বীপ

বিজ্ঞাপন

আজ সশস্ত্র বাহিনী দিবস
২১ নভেম্বর ২০২৪ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর